বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ছাড়া রাশেদ আহমেদ চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টসের চেয়ারম্যান।
সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এমটিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমটিবির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এপেক্স গ্রুপের চেয়ারম্যান। তিনি পাইওনিয়ার ইন্স্যুরেন্সেরও প্রতিষ্ঠাতা। সৈয়দ মঞ্জুর এলাহী গ্রে অ্যাডভার্টাইজিং (বাংলাদেশ), কোয়ান্টাম কনজ্যুমার সলিউশন, মানুষের জন্য ফাউন্ডেশন, সানবিমস স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল পাবলিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), দ্য ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের সদস্য, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া এমটিবির ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া রাশেদ আহমেদ চৌধুরী আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টসের চেয়ারম্যান, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। রাশেদ আহমেদ চৌধুরী ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সাবেক চেয়ারম্যান।