তাজুল ইসলাম
তাজুল ইসলাম

পদত্যাগ করেছেন কমার্স ব্যাংকের এমডি

কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজুল ইসলাম পদত্যাগ করেছেন। গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে ব্যাংকটিতে থাকা নিজের হিসাব থেকে সব টাকা তুলে নেন তিনি। কমার্স ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান প্রথম আলোর কাছে এমডির পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা। এস আলম গ্রুপের মালিকানায় থাকা ব্যাংকগুলোর মধ্যে কমার্স ব্যাংক একটি। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

২০২২ সালের মার্চে তাজুল ইসলাম কমার্স ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। জনতা ব্যাংকে এস আলম গ্রুপের প্রায় ১১ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। সেই সূত্রে তাজুল ইসলামের সঙ্গে এস আলম গ্রুপের সখ্য গড়ে ওঠে। জনতা ব্যাংক থেকে অবসর নেওয়ার পর তিনি কমার্স ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।

এদিকে এমডি পদত্যাগ করলেও এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগ পাওয়া বেশির ভাগ শীর্ষ কর্মকর্তা ও বিভাগীয় প্রধান এখনো বহাল রয়েছেন। ফলে ব্যাংকটি সংকট থেকে বের হতে পারছে না।

কমার্স ব্যাংকের ৫১ শতাংশ শেয়ারের অংশীদার সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো। ২০১৬ সাল থেকে এ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের হাতে ছিল। ক্ষমতার দাপট দেখিয়ে ব্যাংকটিতে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ দেয় এই গ্রুপ। তাদের মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে আটকা পড়েছে ব্যাংকটির ১ হাজার ৩০০ কোটি টাকা।

এদিকে কমার্স ব্যাংক থেকে কৌশলে অন্য ব্যাংকে টাকা নিয়েই ক্ষান্ত হয়নি এস আলম গ্রুপ। তারা ব্যাংকটিতে প্রায় ৬০০ জনবলও নিয়োগ দিয়েছে। এর বেশির ভাগই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের চট্টগ্রামের পটিয়া এলাকার। সার্বিকভাবে আধা সরকারি এই ব্যাংকের কার্যক্রম থমকে আছে।