ঢাকার জার্মান দূতাবাস ও স্থানীয় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জলবায়ু পরিবর্তন কার্যক্রম বিষয়ে একটি পুরস্কার চালু করেছে। প্রতিবছর ‘ইবিএল জলবায়ু পরিবর্তন কার্যক্রম অ্যাওয়ার্ড’ শীর্ষক এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার চালুর লক্ষ্য হলো, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থানীয় করপোরেশন, উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনজিও ও জলবায়ু নিয়ে কাজ করা কর্মীদের নেতৃত্বগুণ এবং তাঁদের নেওয়া জলবায়ুসংক্রান্ত সফল প্রকল্প ও উদ্যোগের স্বীকৃতি প্রদান।
এ ব্যাপারে জার্মান দূতাবাস ও ইবিএলের মধ্যে গতকাল মঙ্গলবার একটি অংশীদারত্ব চুক্তি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার নিজ নিজ পক্ষে ‘জয়েন্ট ডিক্লারেশন অব ইন্টেন্ট’ সই করেন। জার্মান দূতাবাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেন, ‘জলবায়ু পরিবর্তন, প্রশমন ও অভিযোজন তখনই কেবল ফলপ্রসূ হবে যখন সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজ একযোগে কাজ করবে। এই প্রচেষ্টায় প্রয়োজন সঠিক নেতৃত্ব, উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সব পক্ষের একে অপরের কাছ থেকে শিক্ষা গ্রহণ। বাংলাদেশে এ জাতীয় প্রচেষ্টাকে সম্মান জানাতে ইস্টার্ন ব্যাংকের নেওয়া এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।’
ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে জার্মানি ও ইস্টার্ন ব্যাংকের লক্ষ্য অভিন্ন। জার্মান দূতাবাসের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নেওয়া এই উদ্যোগে আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয়। আশা করি, ভবিষ্যতেও আমরা জলবায়ু ইস্যু নিয়ে একসঙ্গে কাজ করতে সমর্থ হব। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলা কার্যক্রমে অংশগ্রহণ করতে আরও অনেক অ্যাকটিভিস্টকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে চাই।’
ইবিএল জানায়, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জভিত্তিক বিভিন্ন ক্ষেত্র ও বিষয় ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। খুব শিগগির জলবায়ু পরিবর্তন কার্যক্রম অ্যাওয়ার্ড ২০২৪–এর মনোনয়নপ্রক্রিয়া সংবাদপত্র, ইবিএলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হবে।