অর্থ মন্ত্রণালয়ের স্মারক

বাংলাদেশ ব্যাংকের তিনটি পদ প্রথম গ্রেডে উন্নীত, যেসব শর্ত থাকছে

বাংলাদেশ ব্যাংকের ৩৮ জন নির্বাহী পরিচালকের মধ্যে ২ জন এবং প্রধান অর্থনীতিবিদ এখন থেকে ১ নম্বর গ্রেডে বেতন পাবেন। এত দিন কেন্দ্রীয় ব্যাংকের ৩৮ জন নির্বাহী পরিচালক এবং প্রধান অর্থনীতিবিদ পদের ১ জন কর্মকর্তা ২ নম্বর গ্রেডে বেতন পেতেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক স্মারকে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

স্মারকে বলা হয়েছে, দুজন নির্বাহী পরিচালক ও একজন প্রধান অর্থনীতিবিদ এখন থেকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৭৮ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।

তবে এ ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুজন নির্বাহী পরিচালকের ১ নম্বর গ্রেড পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, জ্যেষ্ঠতা ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে গ্রেড-২ ভুক্ত নির্বাহী পরিচালকদের মধ্য থেকে পদোন্নতি দেওয়া হবে এবং গ্রেড-২ ভুক্ত ‘নির্বাহী পরিচালক’ পদে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এমন নির্বাহী পরিচালকদের।

প্রধান অর্থনীতিবিদের ক্ষেত্রে বলা হয়েছে, সন্তোষজনক চাকরি এবং জ্যেষ্ঠতার পাশাপাশি সংশ্লিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিসহ গবেষণাকাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং ২ নম্বর গ্রেডে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আর এ ক্ষেত্রেও ওই কর্মকর্তার নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।