প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ড: স্মার্ট লেনদেনে আর্থিক স্বাচ্ছন্দ্য

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে দৈনন্দিন জীবনযাত্রায় আর্থিক লেনদেনকে সহজ ও সুরক্ষিত করতে জীবনযাপনের পণ্য হিসেবে ক্রেডিট কার্ডের ব্যবহার খুবই জনপ্রিয়। সব স্তরের গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রাইম ব্যাংকের রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ক্রেডিট কার্ড।

এ দেশের ক্রেডিট কার্ডের অন্যতম প্রধান ইস্যুয়ার হিসেবে আধুনিক ডিজিটাল সেবা নিশ্চিতে প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ডে রয়েছে জয়েনিং ক্যাশব্যাক, প্রায়োরিটি পাস, ইনস্যুরেন্সসহ নানান সুবিধা।

সহজ শর্তে তাৎক্ষণিক ঋণসুবিধার জন্য ক্রেডিট কার্ড বেশ জনপ্রিয়। একই সঙ্গে রয়েছে ইএমআই–সুবিধা, লেনদেনের ভিত্তিতে রিওয়ার্ড পয়েন্ট ইত্যাদি। ডলার–সংকটের সময়ও প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা দেশের বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় খুব সহজে লেনদেন করতে পারছেন। গ্রাহকের তথ্য ও লেনদেনের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা লেনদেনের বিষয়ে থাকেন নিশ্চিন্ত। এ ছাড়া যেকোনো প্রয়োজনে গ্রাহকের জন্য রয়েছে সার্বক্ষণিক কন্টাক্ট সেন্টার সেবা।

বছরব্যাপী কিংবা যেকোনো বিশেষ দিনে প্রাইম ব্যাংক কার্ডের গ্রাহকেরা শপিং, ডাইনিং, ট্রাভেল, হেলথ, বিউটি কেয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে দেশসেরা সব ব্র্যান্ডের পণ্য ও সেবায় আকর্ষণীয় সব ডিসকাউন্ট–সুবিধা উপভোগ করে থাকেন, যা গ্রাহকের উচ্ছ্বাস ও সন্তুষ্টি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে। এ ছাড়া প্রাইম ব্যাংকের আছে সম্পূর্ণ ইসলামিক শরিয়াহভিত্তিক ক্রেডিট কার্ডসেবা। হাসানাহ্‌ ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকেরা পাচ্ছেন পেমেন্ট ও লাইফস্টাইলের সম্পূর্ণ শরিয়াহভিত্তিক সমাধান।

দেশের সর্বস্তরের গ্রাহককে ক্রেডিট কার্ডসেবার অন্তর্ভুক্ত করার পাশাপাশি আরও দ্রুততম সময়ে সেবা প্রদানের জন্য প্রাইম ব্যাংক সব সময় প্রসেস ডিজিটালাইজেশনের কাজ করে যাচ্ছে। প্রিমিয়াম, এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধাসহ প্রাইম ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ও জেসিবি ক্রেডিট কার্ড থেকে একজন গ্রাহক খুব সহজে ও স্বল্প সময়ে তাঁর প্রয়োজন অনুযায়ী কার্ডটি বেছে নিতে পারেন।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক। দেশব্যাপী বিস্তৃত শাখা, এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিং সুবিধার মাধ্যমে উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রাইম ব্যাংক কাজ করে যাচ্ছে। গ্রাহকসন্তুষ্টি ও ডিজিটাল ব্যাংকিং সেবার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে প্রাইম ব্যাংক গ্লোবাল ফাইন্যান্স এবং এশিয়া মানি কর্তৃক সেরা আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে। ঘরে বসে প্রাইম ব্যাংকের কার্ডসেবা সম্পর্কে জানতে ভিজিট করুন primebank.com.bd ওয়েবসাইটে।

এ ছাড়া প্রাইম ব্যাংকের গ্রাহকদের জরুরি প্রয়োজনে হাতের মুঠোয় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে রয়েছে সর্বাধুনিক ব্যাংকিং অ্যাপ MyPrime। যার মাধ্যমে গ্রাহক ঘরে বসেই পাবে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট–সুবিধাসহ যাবতীয় ওয়ানস্টপ ব্যাংকিং সলিউশন।

MyPrime-এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, কার্ডের বিল পেমেন্ট সুবিধাসহ আরও অন্যান্য সুবিধা উপভোগ করতে অ্যাপটি মোবাইলে ডাউনলোড করুন এই লিংক onelink.to/7pbj6v থেকে।