গম ও ভুট্টা উৎপাদনে মিলবে ৪% সুদে ঋণ

গম ও ভুট্টা উৎপাদনে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যে তহবিল থেকে দশমিক ৫০ শতাংশ হারে তহবিল নিতে পারবে ব্যাংকগুলো। ডলার–সংকট ও রাশিয়ার সঙ্গে লেনদেনে সমস্যা হওয়ায় এখন এই খাতে কম সুদে অর্থায়নে নজর দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকার পরও উৎপাদন যথেষ্ট নয়। এ কারণে দেশে গম, ভুট্টা ও এসব খাদ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এই পরিপ্রেক্ষিতে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এই তহবিল থেকে ব্যাংকগুলো দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ পাবে। কৃষকদের ঋণের সুদ হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। একজন কৃষক কত ঋণ পাবে, তা ব্যাংক নির্ধারণ করতে পারবে। তবে ভূমিহীন কৃষকেরা জামানতবিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই ঋণ দিয়ে কোনোভাবেই পুরোনো ঋণ শোধ করা যাবে না।

ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, এই ঋণ দিতে প্রচারণা চালাতে হবে, যাতে কৃষকদের নজরে পড়ে। যেসব অঞ্চলে গম ও ভুট্টা উৎপাদন হয়, সেসব অঞ্চলের ব্যাংক শাখাগুলো যাতে বেশি ঋণ দিতে পারে, সেই উদ্যোগ নিতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর রাশিয়া থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ব্যাংকিং লেনদেনসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফলে ঋণপত্র খোলা, পণ্যের চালানের নিশ্চয়তা পাওয়ার মতো বিষয়গুলো ঝুলে ছিল। নিষেধাজ্ঞার কারণে লেনদেনের ধরন নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। পাশাপাশি কৃষ্ণসাগরে জাহাজ চলাচল এখনো নিরাপদ নয়।

সম্প্রতি রাশিয়ার কৃষি ও খাদ্যপণ্য আমদানির ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাংলাদেশের গম আমদানির অন্যতম উৎস ছিল রাশিয়া ও ইউক্রেন। এখন দুই দেশের উদ্যোগে আবার রাশিয়া থেকে গম আমদানি শুরু হচ্ছে।