এবার এশিয়ায় কর্মী ছাঁটাই করেছে শীর্ষ দুই মার্কিন ব্যাংক

এবার এশিয়ায় কর্মী কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ও আর্থিক সেবাদানকারী দুই প্রতিষ্ঠান—ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ। ছাঁটাইয়ের বিষয়টি সম্পর্কে জানেন, এমন কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যাংকিং ব্যবসার পরিসর কমাচ্ছে ব্যাংক অব আমেরিকা। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রায় অর্ধডজন হংকংভিত্তিক কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে ব্যাংকটি।

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ব্যাংকটির গ্রেটার চায়না ইকুইটি ক্যাপিটাল মার্কেট দলের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লাম এবং ব্যাংকের চায়না বিনিয়োগ ব্যাংকিং দলের ব্যবস্থাপনা পরিচালক কেভিন ইয়াংয়ের মতো শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে ডেভিড লাম তাঁর চাকরি ছাড়ার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে মন্তব্যের জন্য কেভিন ইয়াংয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি সংবাদ সংস্থাটি।

এদিকে গত বৃহস্পতিবারে সিটিগ্রুপ তাদের চায়না বিনিয়োগ ব্যাংকিং দল থেকে চারজনকে ছাঁটাই করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরে কর্মী ছাঁটাই করেছে। কয়েকটি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাপী মোট জনশক্তির ১ শতাংশের কিছু কম লোককে ছাঁটাই করবে সিটিগ্রুপ।

যোগাযোগ করা হলে উভয় প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কোনো মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত বছর ভূরাজনৈতিক দ্বন্দ্ব ও শেয়ার বাজারে অস্থিরতার কারণে বিভিন্ন কোম্পানির অধিগ্রহণ ও একত্রীকরণ এবং শেয়ারের দরপতনের মতো ঘটনা ঘটে। এতে বিনিয়োগকারী ব্যাংকগুলোর কার্যক্রমও সীমিত হয়ে আসে। এ কারণে ব্যাংকগুলো এখন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে।

ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ ছাড়াও অন্য বড় ব্যাংকগুলোর মধ্যে গোল্ডম্যান স্যাকস, মরগ্যান স্ট্যানলি ও জেপি মরগ্যান এশিয়ায় তাদের কর্মী ছাঁটাই করেছে।

ব্যাংকিং সংস্থা জেপি মরগ্যান এশিয়ায় তাদের বিনিয়োগ ব্যাংকিং শাখা থেকে ২০ জনকে ছাঁটাই করেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি অবশ্য কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। জেপি মরগ্যানের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের ব্যবসার চাহিদা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি এবং ফলে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অল্পসংখ্যক কর্মচারীর ওপর প্রভাব পড়ছে।’