রন হক, রিক হকসহ পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

রন হক সিকদার, রিক হক সিকদারসহ সিকদার পরিবারের আরও অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

সিকদার পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাঁরা হলেন মনোয়ারা সিকদার, মমতাজুল হক সিকদার, নাসিম সিকদার, পারভিন হক সিকদার, সালাহউদ্দিন খান, মনিকা খান সিকদার, জেফরী খান সিকদার, মেন্ডি খান সিকদার, লিসা ফাতেমা হক সিকদার, দিপু হক সিকদার, শন হক সিকদার, জন হক সিকদার।

চিঠিতে বলা হয় হিসাব জব্দ করা ব্যক্তিদের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। পাশাপাশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার রক হক, রিক হক ও তাঁদের পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হলো।