পদোন্নতি ও পদোন্নতিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা। আজ শনিবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্যাংকটির ১০ম গ্রেডের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য চলছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। ব্যাংকটিতে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন ১০ম গ্রেডের কর্মকর্তারা। অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ী তিন বছর পরপর পদোন্নতি হলেও দশম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সাত-আট বছর অপেক্ষা করতে হচ্ছে।
কৃষি ব্যাংক সূত্র জানায়, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিন বছরের মাথায় মুখ্য কর্মকর্তা হচ্ছেন। একইভাবে মুখ্য কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা এবং সেখান থেকে সহকারী মহাব্যবস্থাপক প্রতিটি ধাপেই তিন বছর অন্তর পদোন্নতি হচ্ছে। ২০০৮ সালের প্রবিধানমালায় ১০ম গ্রেডের কর্মকর্তাদের জন্য একই বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না।
কর্মকর্তারা বলেন, কৃষি ব্যাংকের মোট ১০ হাজার ২৭ জন জনবলের মধ্যে ৫ হাজারের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। তাঁরাই ব্যাংকের সেবাদানে মূল ভূমিকা রাখছেন, কিন্তু পদোন্নতিতে বঞ্চিত হচ্ছেন।
পরে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান আন্দোলনকারী ১০ম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে ১০ম গ্রেডের কর্মকর্তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।