বাংলাদেশ ব্যাংকের নতুন দুই ডেপুটি গভর্নর (ডিজি) কাজে যোগ দিয়েছেন। আর গভর্নর ফজলে কবির নতুন দুই ডিজির হাতেই তুলে দিয়েছেন গুরুত্বপূর্ণ বিভাগগুলো। এর মাধ্যমে তিনি নতুন করে সাজানো শুরু করেছেন কেন্দ্রীয় ব্যাংককে। আজ কেন্দ্রীয় ব্যাংক বিভাগের দায়িত্ব পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়।
এর মধ্যে নতুন ডিজি কাজী ছাইদুর রহমান ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা বিনিয়োগসহ সব মিলিয়ে ১০টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে মনে করা হয়। ব্যাংক অনুমোদন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ সব কাজই এ বিভাগ করে থাকে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করা নতুন ডিজি এ কে এম সাজেদুর রহমান খানকে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ অফসাইট সুপারভিশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংক পরিদর্শনের ৪টি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শনসহ সব মিলিয়ে ৮টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এ কে এম সাজেদুর রহমান খান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে ডিজি নিয়োগ পেয়েছেন। অফসাইট সুপারভিশন মূলত ব্যাংকগুলোর তদারকি করে থাকে।
এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পরিচালনায় নতুন দুই ডেপুটি গভর্নরের ওপর নির্ভর করা শুরু করেছেন গভর্নর ফজলে কবির।
এদিকে আগের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে মুদ্রানীতি, মানবসম্পদ, এসএমইসহ সব মিলিয়ে ১২টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর তাঁর ৬২ বছরের মেয়াদ শেষ হচ্ছে।
আর ডিজি আহমেদ জামাল আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগসহ সব মিলিয়ে ১২টি বিভাগ পেয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিভাগের দায়িত্ব পরিবর্তন করে গভর্নর বড় বার্তা দিয়েছেন। এর মাধ্যমে নতুন করে পরিচালনা করতে চাইছেন কেন্দ্রীয় ব্যাংককে। সামনে বিভাগ পর্যায়ে আরও পরিবর্তন আসতে পারে।