আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার), ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্তের জন্য খোলা থাকবে। এখন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত জানাবে, ঠিক কোনো কোনো শাখা খোলা রাখা যাবে।
এদিকে আগামীকাল থেকে করোনা মোকাবিলায় দেশজুড়ে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। ইতিমধ্যে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, মূলত রোববার থেকে কত সময় লেনদেন চলবে ও কোনো কোনো শাখা খোলা থাকবে, তা নির্ধারণ করা হবে। আজ বুধবার বিকেলের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তবে শিল্প এলাকার ব্যাংক শাখা যে খোলা থাকবে, তা নিশ্চিত। পাশাপাশি আর কোন কোন শাখা খোলা থাকবে, তা ঠিক করছে কেন্দ্রীয় ব্যাংক।