রাষ্ট্রীয় মালিকানাধীন দুই ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের ২০ ব্যাংকারের একযোগে পদোন্নতি ও বদলি হয়েছে। এর মধ্যে ১৭ জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপক (জিএম) হয়েছেন। আর তিনজন জিএম এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সপ্তাহে এ নিয়ে দুটি ভিন্ন প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংক দুটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও কর্মসংস্থান ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)।
নিয়োগ/পদোন্নতি ও পদায়নবিষয়ক নীতিমালা-২০১৯ অনুযায়ী তাঁদের এ পদোন্নতি ও বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিকেবির যে পাঁচ ডিজিএম পদোন্নতি পেয়ে জিএম হয়েছেন, তাঁরা হলেন রেজ্জাকুল হায়দর চৌধুরী, মো. দিদারুল ইসলাম মজুমদার, মো. মাহতাব আলী রাশেদী, মো. মোশাররাফ হোসেন ও সত্য নারায়ণ দাস। তাঁদের পাঁচজনেরই নতুন কর্মস্থল বিকেবি।
এ ছাড়া বিকেবিতে বদলি হওয়া দুই জিএম হচ্ছেন বিএইচবিএফসির চানু গোপাল ঘোষ ও নাজমুল হোসেন। ব্যাংকটি আরও দুজন নতুন জিএম পেয়েছে। দুজনই বিএইচবিএফসির ডিজিএম থেকে পদোন্নতি পাওয়া জিএম। তাঁরা হলেন মোহা. খালেদুজ্জামান ও আশরাফুজ্জামান খান।
বিকেবির ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘জিএম পদ শূন্য ১৭টি। এত দিন ছিলেন পাঁচজন। এখন ৮–৯ জন জিএম পাওয়ায় সাময়িকভাবে একটু দম পাওয়া গেল। তবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে আবার চারজন জিএম অবসরে যাবেন।’
এই আর্থিক প্রতিষ্ঠানের সাতজন ডিজিএম একযোগে জিএম হয়েছেন। তাঁদের মধ্যে মো. নূর আলম সরদার প্রবাসীকল্যাণ ব্যাংকে, আশরাফুজ্জামান খান বিকেবিতে, মো. খাইরুল ইসলাম বিএইচবিএফসিতে, দীপংকর রায় পল্লী সঞ্চয় ব্যাংকে, মোহা. খালেদুজ্জামান বিকেবিতে, জেড এম হাফিজুর রহমান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে এবং মো. জয়নুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) যোগ দেবেন।
এ ছাড়া বিকেবির জিএম মো. তোফায়েল আহমেদ বদলি হয়েছেন বিএইচবিএফসিতে।
এ ব্যাংকের মো. বাবর আলী, মো. জয়নাল আবেদীন ও বেগম মাকসুদা নাসরীন পদোন্নতি পেয়ে জিএম হিসেবে রাকাবে বদলি হয়েছেন। বেগম মাহমুদা ইয়াসমীন ও মো. আনিসুজ্জামান থাকছেন কর্মসংস্থান ব্যাংকেই।