পাট ও পাটজাত পণ্যের রপ্তানি

কাঁচা পাটের দাম নিয়ন্ত্রণ দরকার

আবুল হোসেন
আবুল হোসেন

কাঁচা পাটের মণ গতবার যখন পাঁচ হাজার টাকা ছাড়িয়ে গেল, তখনই বিদেশি ক্রেতাদের অনেকে মুখে ফিরিয়ে নেন। তাঁরা বিকল্প পণ্যের দিকে ঝুঁকে পড়েন। সে কারণে বিদায়ী অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ২ শতাংশ কমে যায়।

চলতি অর্থবছরের প্রথম মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ৫ শতাংশ বেড়েছে। তবে বর্তমানে ক্রয়াদেশ খুবই কম। সামনে কাঁচা পাটের মৌসুম আসছে। এখনই কাঁচা পাটের দাম নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হবে, যাতে করে কাঁচা পাটের মণ আগের দরে ফিরিয়ে আনা যায়।

পাটকলমালিক ও রপ্তানিকারকদের চলতি মূলধনের জোগান দিতে ঋণের ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক রপ্তানিকারকদের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হয়। আমাদের উদ্যোক্তাদের জন্যও ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হোক।