অভিমত

বিশ্বসেরা ব্র্যান্ডের ফ্রিজ দিচ্ছে ট্রান্সকম

ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, বিগ স্পেস এবং স্টাইলিশ ফ্রিজের চাহিদা ততই বাড়ছে। আপনার ফ্রিজ ও ডিপ ফ্রিজের প্রয়োজন মেটাতে ট্রান্সকম ডিজিটাল নিয়ে এসেছে একই ছাদের নিচে বিশ্বসেরা ব্র্যান্ড হিটাচি, স্যামসাং, ওয়ার্লপুল, হায়ার এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেকের ফ্রিজ এবং ডিপ ফ্রিজের বিশাল সংগ্রহ।

ট্রান্সকম ডিজিটাল শোরুমে ক্রেতাদের জন্য সব সময় অত্যাধুনিক ফিচারযুক্ত ফ্রিজ এবং ডিপ ফ্রিজ রাখা হয়, যা প্রতিটি গ্রাহকের চাহিদা পূরণ করতে বাধ্য। আপনি যদি বাজেট-ফ্রেন্ডলি অপশন বা এক্সক্লুসিভ মেইড ইন জাপান সিরিজ খোঁজেন, তা–ও নিশ্চিত করবে ট্রান্সকম ডিজিটাল।

ট্রান্সকম ডিজিটালের শোরুমে ক্রেতাদের জন্য অত্যাধুনিক ফিচারযুক্ত ফ্রিজ রাখা হয়, যা গ্রাহকের চাহিদা পূরণ করে।
রিতেশ রঞ্জন, ব্যবসা প্রধান, ট্রান্সকম ডিজিটাল

আমাদের স্টাইলিশ এবং বিগ স্পেসের ফ্রিজগুলো ঈদ মৌসুমে বাড়তি সংরক্ষণের চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে, যা ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও সর্বোত্তম কুলিং বজায় রাখতে সক্ষম।

এই ঈদুল আজহায় ট্রান্সকম ডিজিটাল নিয়ে এসেছে ‘ড্রিম এক্সচেঞ্জ অফার’, যা দেশের সেরা অফার, যেখানে একজন ক্রেতা ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ৫০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, ১৫ শতাংশ পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট এবং স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে জ্যাকপট জেতার সুযোগ। এ ছাড়া ক্রেতা প্রতিটি হিটাচি ফ্রিজের সঙ্গে একটি এক্সক্লুসিভ প্রায়োরিটি কার্ড পাবেন, যেখানে ২৪ ঘণ্টার স্পেশাল সার্ভিস, এয়ার টিকিটে ১০ শতাংশ ডিসকাউন্ট এবং ৩৬ মাসের জন্য শূন্য শতাংশ ইএমআই সুবিধা রয়েছে।

দেশসেরা এই এক্সক্লুসিভ অফার পেতে আজই আসুন ট্রান্সকম ডিজিটাল শোরুমে অথবা অনলাইনে কিনতে ভিজিট করুন transcomdigital.com–এ।