কাঁচাবাজারে আজ শুক্রবার থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, কিন্তু তারপরেও থামছেনা পলিথিনের ব্যবহার। আজ দুপুরে কারওয়ানবাজারে
কাঁচাবাজারে আজ শুক্রবার থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, কিন্তু তারপরেও থামছেনা পলিথিনের ব্যবহার। আজ দুপুরে কারওয়ানবাজারে

পলিথিন ব্যাগ বর্জন করতে ব্যবসায়ীদের অনুরোধ দোকান মালিক সমিতির

সরকারের আহ্বানে সাড়া দিয়ে পরিবেশ দূষণ রোধে পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান ব্যবসায়ীদের অনুরোধ করেছেন দোকান মালিক সমিতির নেতারা। তাঁরা বলেছেন, পলিথিন ব্যাগ বর্জনে সাময়িক কষ্ট হলেও এতে পরিবেশের যে উপকার, তার সুফল পাবেন সারা দেশের মানুষ।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং সহসভাপতি রেজাউল ইসলাম এক যৌথ বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ অনুরোধ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্লাস্টিক দূষণ রোধে ১ নভেম্বর থেকে সব ব্যবসায়ী, দোকান মালিক ও বিক্রেতাকে পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগে পণ্য সরবরাহ বা ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সবার পলিথিন ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। কারণ, এই পলিথিন ব্যাগ মানুষ, অন্যান্য প্রাণী, পরিবেশ ও আবহাওয়ার জন্য মারাত্মক ক্ষতিকর।

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আজ ১ নভেম্বর থেকে সারা দেশে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নে এ সিদ্ধান্ত নেওয়া হয়।