শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) প্রতিষ্ঠা চার দশক আগে ১৯৮৩ সালে। সেই থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৫৩টি প্রকল্পের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।
এ বছর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলায় মোট ৫৮টি প্রকল্প প্রদর্শন করছে এসইএল। এসব প্রকল্পে মোট ৫৬২টি অ্যাপার্টমেন্ট বিক্রয়যোগ্য। অর্থাৎ গ্রাহকেরা চাইলে মেলা চলাকালে বা আগে-পরে এসব অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। মেলা থেকে বিশেষ অফারে এসব অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ক্রেতারা।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের প্রকল্পগুলো ঢাকার জলসিঁড়ি, ধানমন্ডি, ইস্কাটন, কলাবাগান, মালিবাগ, উত্তরা, বসুন্ধরা, মগবাজার, শ্যামলী, মোহাম্মদপুর, তেজগাঁও, ইন্দিরা রোড, হাজারীবাগ, গেন্ডারিয়া, চামেলীবাগ, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, সাভার ও কুমিল্লায় অবস্থিত। এসব প্রকল্পের অ্যাপার্টমেন্টের আকার ৮২৩ থেকে ৪ হাজার ৩৮ বর্গফুট।
ধানমন্ডির নতুন ১৬ নম্বর (পুরোনো ২৭) রোডে ২০ কাঠা জায়গায় এসইএল সুফী স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবন করছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স। ২০২৫ সালের এপ্রিলে এটির কাজ শেষ হওয়ার কথা।