সোনার বার
সোনার বার

সোনার দাম ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা কমেছে

দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিপ্রতি কমেছে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ টাকা। এর ফলে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। নতুন দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর কথা জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

গত ৩১ অক্টোবর দেশের বাজারে সোনার প্রতি ভরির সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। এরপর কয়েক দফা দাম ওঠানামা করে। সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৭৮ টাকা বৃদ্ধি পায়।

নতুন দর অনুযায়ী, কাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা ও ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৩ হাজার ২০ টাকা।

আজ শনিবার বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হয়েছে।

কাল রোববার থেকে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ২৩৭ টাকা দাম কমবে। তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।