যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সেনিয়া ইউদায়েভা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একজন নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি রাশিয়া ও সিরিয়াকে প্রতিনিধিত্ব করবেন। শুক্রবার আইএমএফের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএমএফের নির্বাহী বোর্ড প্রতিষ্ঠানটির নিত্যদিনের সাধারণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বোচ্চ সংস্থা। নির্বাহী পরিচালকেরা সদস্যদেশ কিংবা সদস্য কয়েকটি দেশের ভোটে নির্বাচিত হন।
গত সেপ্টেম্বরে আইএমএফে রাশিয়ার বিদায়ী নির্বাহী পরিচালক জানান, ব্যাংক অব রাশিয়ার গভর্নর এলভিরা নাবিউলিনার সাবেক উপদেষ্টা সেনিয়া ইউদায়েভা দেশটির নতুন প্রতিনিধি হবেন। তাঁর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
আইএমএফের একজন মুখপাত্র বলেন, নির্বাহী পরিচালেকরা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের স্বার্থে তাঁদের কাজ করতে হয়। আইএমএফের যে আইনি ও নীতিকাঠামো রয়েছে, নির্বাহী পরিচালকদের তা অনুসরণ করে কাজ করতে হয়।
মুখপাত্র আরও বলেন, ‘যে দেশ বা যেসব দেশ তাদের নির্বাচিত করে, তাদের মতামত তাঁরা বোর্ডে জানাতে পারেন বা তাঁরা এটা নিয়মিত করে থাকে।’
মার্কিন অর্থ বিভাগের একজন মুখপাত্র সেনিয়া ইউদায়েভার ওপরে দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রাশিয়া ও সিরিয়ার পক্ষে তিনি আইএমএফে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়েও ওই মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
আইএমএফ বিশ্বব্যাপী যেসব কাজ করে, নির্বাহী বোর্ড তা খতিয়ে দেখে। সদস্যদেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি সংক্রান্ত নীতিমালা—সবকিছুই আলোচনা হয় নির্বাহী বোর্ডে। সদস্যদেশগুলো সম্পর্কে বার্ষিক প্রতিবেদন তৈরি করেন আইএমএফের কর্মকর্তারা।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিবেশী ইউক্রেনে পূর্ণ মাত্রার হামলা চালানোর পর থেকেই রাশিয়া নিয়ে ঝামেলায় আছে আইএমএফ। গত সেপ্টেম্বরে রাশিয়ার অর্থনৈতিক নীতিমালা নিয়ে আইএমএফ তার রুটিন ‘আর্টিকেল ফোর’ নিরীক্ষা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু রাশিয়ার সঙ্গে পুনরায় কাজ করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলো আপত্তি তোলার পর ওই উদ্যোগ বাতিল করা হয়।
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইএমএফ রাশিয়ার অর্থনীতি নিরীক্ষার কাজ বন্ধ করে দিয়েছিল।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে সেনিয়া ইউদায়েভার পদত্যাগ প্রসঙ্গে গভর্নর এলভিরা নাবিউলিনার এর আগে বলেছিলেন, তাঁর সাবেক উপদেষ্টা রাশিয়ার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছেন।