লেবু
লেবু

১০ টাকার লেবু এখন ৫ টাকা

রোজা শুরুর আগেই লেবুর দাম লাফিয়ে বাড়ে। গত বৃহস্পতিবার রোজা শুরুর আগের দিন খুচরা বাজারে ছোট–মাঝারি আকারের প্রতি হালি লেবুর দাম ছিল ৪০ থেকে ৬০ টাকা। সেদিন একটি লেবু কিনতে ভোক্তাদের ১০ টাকা খরচ করতে হয়েছে। তবে তিন রোজা যেতে লেবুর দাম অর্ধেকে নেমেছে। আজ খুচরা বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তাতে একটি লেবু পাঁচ টাকায় কেনা যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেবুর সরবরাহ বেড়েছে। আবার লেবু কেনায় ক্রেতাদের আগ্রহও কমেছে। তাই লেবুর দাম পড়ে গেছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁও, তালতলা, কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর–১০ নম্বর এলাকা ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি হালি ছোট লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। আর মাঝারি আকারের লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা। কোথাও কোথাও দাম একটু বেশি চাইলেও দরদাম করে প্রতি হালি লেবু ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল প্রথম আলোকে বলেন, রোজার শুরুতে লেবুর সরবরাহ কম ছিল। তখন ৫০ থেকে ৬০ টাকা হালি বিক্রি করেছি। এখন সেই একই লেবু ৪০ টাকা হালিতেও অনেকে নিতে চাইছে না।

কয়েকজন ক্রেতা–বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, রোজায় বাড়তি দাম পাওয়ার আশায় অপরিপক্ব অবস্থায় বাজারে প্রচুর লেবু নিয়ে আসেন ব্যবসায়ীরা। এ জন্য লেবুতে যে পরিমাণ রস পাওয়ার কথা তা মিলছে না। আবার দামও বেশি। গত তিন দিনে গরমের তীব্রতা তুলনামূলক কম ছিল। সে কারণে লেবুর বাড়তি চাহিদা কমে গেছে।  

বাজারে লেবুর সরবরাহ বাড়তে থাকায় দাম কমে এসেছে উল্লেখ করে বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার প্রথম আলোকে বলেন, এখন লেবুর মৌসুম নয়। রোজার শুরুতে লেবু মানুষ কিনছিলও বেশি। তাতে সরবরাহে ঘাটতি থাকায় দামটা বেড়ে যায়। দামের ঊর্ধ্বগতি দেখে চাষিরা যখন আগেভাবে লেবু ওঠাতে শুরু করল, ঠিক তখন আবার ক্রেতাদের আগ্রহ কম। এতে দাম কমে এসেছে।