এবার বেসরকারি খাতের একজন বিশেষজ্ঞকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া নাহিয়ান রহমান এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের অর্থ পরিচালক হিসেবে কাজ করেছেন।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিডা জানায়, সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার ব্যবসায় উন্নয়ন বা বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে কাজ করবেন নাহিয়ান রহমান। গতকাল মঙ্গলবার তাঁকে এ পদে যোগদানের আমন্ত্রণপত্র পাঠায় বিডা।
বিডা জানায়, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নাহিয়ান রহমানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন। একই সঙ্গে বিডার উচ্চপদস্থ নেতৃত্বদানকারী দলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন তিনি।
নাহিয়ান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তনী। এ ছাড়া পেশাগত দক্ষতা অর্জনে তিনি হিসাবরক্ষণ, ফিন্যান্স ও ব্যবস্থাপনার সমন্বয়ে বিশ্ব স্বীকৃত পেশাগত ডিগ্রি সিআইএমএ ও কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং (সিপিএ) সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।
নিয়োগ প্রসঙ্গে নাহিয়ান রহমান বলেন, দেশের বিনিয়োগ উন্নয়নে বিডার গুরুত্ব অনেক। বিডার ব্যবসা উন্নয়ন নিয়ে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জ ও সম্মানের। বলেন, ব্যবসা বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারে, বিডায় এমন পরিবেশ তৈরি করতে চান তিনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব প্রতিষ্ঠানে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আশিক চৌধুরীকে। পেশায় ব্যাংকার আশিক চৌধুরী সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। যদিও এ পদগুলোতে অতীতে সরকারের আমলাদের নিয়োগ দেওয়া হতো।
গত সপ্তাহে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আশিক চৌধুরী জানান, দেশের বিদ্যমান বিনিয়োগ পরিবেশ উন্নয়নে তাঁরা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে আগামী নভেম্বর মাস থেকে বেজা ও বিডায় পুরোপুরি ডি-নথি (ডিজিটাল নথি) পদ্ধতি চালু করা, প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে বেসরকারি খাত থেকে অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করা ও অন্য দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করা।
নাহিয়ান রহমান এর আগে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন।