এফবিসিসিআই নির্বাচন

সাড়ে তিন ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে

ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনে
প্রথম আলো

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে। সংগঠনটির অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে নির্বাচন চলছে আজ সোমবার।

আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম সাড়ে তিন ঘণ্টায় (বেলা ১টা পর্যন্ত) মোট ভোট পড়েছে ২৫ শতাংশ। বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।


এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী বলেন, ‘বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুব বেশি ভোটার আসেননি। আমরা আশা করছি, ও বেলায় বেশি লোক আসবেন। ব্যালট পেপার দেওয়ার ১০টি বুথ আছে। ১৪টি ভোটিং বুথ আছে। সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।’
সরেজমিন দেখা গেছে, সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। বেলা একটার দিকে দেখা গেছে, ভোটকেন্দ্রে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা।

এদিকে যেসব ভোটার বিদেশে আছেন এবং যাঁরা মারা গেছেন, তাঁদের অনেকের ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, যেসব ভোটার বিদেশে আছেন এবং যাঁরা মারা গেছেন, তাঁদের অনেকের ভোটার আইডি কার্ড গতকাল উঠিয়ে নেওয়া হয়েছে। এটা নিয়ে নির্বাচনী বোর্ডে চিঠি দিয়েছি আমরা। কিন্তু তারা বিষয়টি এখনো আমলে নেয়নি। আমরা হেরে গেলেও সমস্যা নেই; কিন্তু আমরা চাই, নির্বাচনটা যেন সঠিকভাবে সম্পন্ন হয়।’

এ অভিযোগের বিষয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল নেতা ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এখানে সবার চোখের সামনে খোলাখুলিভাবে পরিচয় যাচাই করে ব্যালট দেওয়া হচ্ছে। ফলে এখানে কারচুপির সুযোগ নেই।