অভিমত

সহায়তা বাড়ালে রপ্তানি বাড়বে

এস ইউ হায়দার, সভাপতি, বাংলাক্রাফট
এস ইউ হায়দার, সভাপতি, বাংলাক্রাফট

হস্তশিল্প রপ্তানিতে আমরা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছি না। সে কারণেই আমরা হস্তশিল্প পণ্য রপ্তানিতে বাড়তি ১০ শতাংশ নগদ সহায়তা চেয়েছি। এটি পেলে আমরা মুনাফা কিছুটা কমিয়ে হলেও রপ্তানি ক্রয়াদেশ নিতে পারব। সেটি হলে হস্তশিল্প পণ্যের রপ্তানি বাড়বে।

আমরা হিসাব করে দেখেছি, বর্তমানে হস্তশিল্প খাতের রপ্তানিতে বাড়তি ১০ শতাংশ নগদ সহায়তা দিলে সরকারের বাড়তি ৩০ কোটি টাকা ব্যয় হবে। তবে এই সহায়তার ফলে হস্তশিল্প পণ্যের রপ্তানি ৩ হাজার কোটি টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

হস্তশিল্পে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) না হলে পণ্যের গুণগত মান বাড়বে না। আর সেটি না হলে বিদেশের বাজার ধরতে পারব না আমরা। তাই দীর্ঘদিন ধরে আমরা ডিজাইন সেন্টার স্থাপনের দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত মার্চে অনুষ্ঠিত রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটির সভায় বিষয়টি আমি উত্থাপন করেছিলাম। প্রধানমন্ত্রী ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

হস্তশিল্পের বৈশ্বিক বাজার প্রায় ৭৫০ বিলিয়ন ডলারের। বাংলাদেশ রপ্তানি করছে মাত্র এক বিলিয়ন ডলারের পণ্য। ফলে আমাদের সামনে হস্তশিল্প পণ্যের রপ্তানি বাড়ানোর ভালো সুযোগ রয়েছে। তা ছাড়া এ খাতে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে। নতুন নতুন উদ্যোক্তাও আসছেন। সে জন্য হস্তশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি সহযোগিতা প্রয়োজন।