আগামী মাসে নিউইয়র্কে বাণিজ্য মেলা, আবেদনের শেষ সময় ২৯ আগস্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী মাসে দুই দিনব্যাপী বাণিজ্য মেলা হবে। ‘বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা’ শীর্ষক এ মেলা হবে ২৩ ও ২৪ সেপ্টেম্বর। মেলাটি আয়োজন করা হবে নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে।

মেলায় অংশ নিতে চাইলে ২৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বুথ নেওয়ার জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিসহ পুঁজিবাজার; পোশাকশিল্প; মেডিকেল; তথ্যপ্রযুক্তি; কৃষি, পাট ও পাটজাত পণ্য; খাদ্যপণ্য; চামড়া ও চামড়াজাত পণ্য; হস্তশিল্প; আবাসন এবং পর্যটন খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। ৬৪ বর্গফুট আয়তনের বুথের ভাড়া ভ্যাট ও করসহ ৫ লাখ ৭৫ হাজার টাকা, যা পে–অর্ডার করে পরিশোধযোগ্য।

ইপিবির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিসা পাওয়া পুরোপুরি মার্কিন দূতাবাসের বিষয়। ফলে কেউ ভিসা না পেলে ইপিবি কোনো দায় নেবে না। ভিসা পেয়ে কেউ না গেলে ভাড়ার টাকা ফেরত মিলবে না। তবে ভিসা না পাওয়া গেলে টাকা ফেরত দেওয়া হবে।