উচ্চ আদালতে ক্ষতিকারক বিবেচনায় নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য ক্রয়-বিক্রয়ে সচেতনতা সৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার বিভিন্ন বাজার ও আশপাশের এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং চালানো হয়।
মাইকিংয়ের সঙ্গে সঙ্গে নিষিদ্ধঘোষিত ওই পণ্যের নাম ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসংবলিত প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়। এসব পণ্য ক্রয় ও বিক্রয় না করতে ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ বলেন, চরভদ্রাসনের প্রতিটি বাজারসহ মৌলভীরচর বাজার, চরহাজিগঞ্জ বাজার, জাকেরের সুরা বাজার, ম্যাজিস্ট্রেট বাড়ি বাজার এলাকাসহ বিভিন্ন বাজার এলাকায় সর্বসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, চরভদ্রাসনবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানকে নিষিদ্ধ ৫২টি পণ্য ক্রয়, বিক্রয়, মজুত, পরিবহন ও সরবরাহ না করার জন্য সতর্ক করে প্রচার চালানো হয়। নিষিদ্ধ এসব পণ্য আগামী তিন দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। এর পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।