সাভারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে লাবিব গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাভারের গলফ ক্লাবে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে দেশি–বিদেশি তিন শতাধিক খেলোয়াড় অংশ নেন।
গতকাল শনিবার সকাল ১০টায় এই টুর্নামেন্টের ফাইনাল পর্ব উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান। বিকেলে সাভারের ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার জেনারেল মো. আকবর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি ও লাবিব গ্রুপের চেয়ারম্যান এবং টুর্নামেন্ট স্পনসর সালাউদ্দিন আলমগীর সিআইপি। এ সময় সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্যসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে জেন্টস ১৮ হোল, ভ্যাটার্ন, সুপার সিনিয়র, সিনিয়র, লেডিস ও জুনিয়র গ্রুপে যাঁরা চ্যাম্পিয়ন হয়েছেন, তাঁরা হলেন—
জুনিয়র উইনার: ফাতিমা আফরা
লেডিস উইনার: রওশন ইউসুফ
সিনিয়র উইনার: উইং কমান্ডার মইবুল
সুপার সিনিয়র উইনার: ইঞ্জিনিয়ার প্রধান
ভ্যাটার্ন উইনার: মেজর জেনারেল আজিজ (অব.)
চ্যাম্পিয়ন: মেজর জেনারেল রেজানুর (অব.)।