একটা বছর শেষ হয়েছে। এখনো চলছে নানা হিসাব-নিকাশ। জানা যাচ্ছে, নতুন নতুন তথ্য। যেমন মাত্রই জানা গেল, বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির নানা তথ্য। দেখা যাচ্ছে, আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি চীনের সিনোপেক গ্রুপ। ২০১৯ সালে এই কোম্পানি ৪৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা ব্রিটিশ-ডাচ কোম্পানি শেল বা সৌদি আরামকোর তুলনায় বেশি। ১ বিলিয়ন ডলার মানে ১০০ কোটি। মার্কিন কোম্পানি এক্সন মবিল আছে তালিকার ছয় নম্বরে।
তেল কোম্পানির এত আয় অবশ্য নতুন কিছু নয়। তবে আয় পুরোটাই নির্ভর করে অপরিশোধিত তেলের দামের ওপর। আর আয়ের এই হিসাব কোম্পানিগুলোর নিজেদেরই প্রকাশ করা।
এক অর্থে, এবারের তালিকা খানিকটা ব্যতিক্রম। কেননা, এবারই প্রথম তালিকায় উঠে এল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর নাম। কারণ, ১৯৭০ সালে জাতীয়করণ করার পর ২০১৮ সাল পর্যন্ত সৌদি আরামকো আয় ও বিক্রির তথ্য গোপন রেখেছে। গত বছর কোম্পানিটি বাজারে শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। এরপরই তারা আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করতে শুরু করে।
—বাণিজ্য প্রতিবেদক