বেস্ট রিটেইল অর্গানাইজেশন অব দ্য ইয়ার বা বছরের সেরা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের পুরস্কার জিতেছে চেইন সুপারশপ স্বপ্ন। এই পুরস্কার ছাড়াও মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ (সবচেয়ে টেকসই খুচরা উদ্যোগ) ও বেস্ট একুইজিশন স্ট্র্যাটেজি শ্রেণিতেও পুরস্কার পেয়েছে স্বপ্ন।
এবারই প্রথম বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২১’ শীর্ষক অনুষ্ঠান ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো। সবকিছু পর্যালোচনা করার পর বিচারকমণ্ডলী সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করেন।
অনুষ্ঠানের সহযোগী অংশীদার ছিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানে অংশীদার হিসেবে আরও ছিল ওয়ার্ল্ড রিটেইল ফোরাম, রিটেইল স্টোর ট্যুরস (স্ট্র্যাটেজিক পার্টনার), এমএসবি (নলেজ পার্টনার), আমরা (টেকনোলজি), ব্যাক পেইজ পিআর।
এর আগে বিশ্বের ১৭টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের সুপারশপ স্বপ্ন (এএমএফ) ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত।