শুরু হলো ফার্নিচারের মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৫তম জাতীয় ফার্নিচার মেলা। এ মেলায় গৃহস্থালির খাট, খাবার টেবিল-চেয়ার, সোফাসহ নানা বাহারি আসবাব পাওয়া যাচ্ছে। মিলছে অফিস আসবাবও। দুর্গাপূজার পুরো সময়টায় এই মেলা। তাই বিক্রেতারা আশা করছেন বেচাকেনা ভালো হবে। দর্শনার্থীরা মেলায় আসছেন এবং বিভিন্ন স্টলে সাজানো ফার্নিচার দেখছেন। বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান তাদের সেরাটা নিয়ে হাজির হয়েছে পাঁচ দিনের এই মেলায়। মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার দুটি হলে চলছে মেলা।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার দুটি হলে চলছে মেলা।
দর্শনার্থীরা একটি স্টল ঘুরে দেখছেন।
মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন নকশার সোফাসেট।
মেলায় এসেছে বাহারি নকশার কাঠের দরজা।
স্টলে সাজানো বিভিন্ন পণ্য দেখছেন দর্শনার্থীরা।
হাতিলের এই ব্যতিক্রমধর্মী ডিভানটির দাম পড়বে ৩৩ হাজার ৭৮৫ টাকা।
ফার্নিটেকের এই ডিনার র‍্যাকটির দাম পড়বে ৩৬ হাজার ৫০০ টাকা।