দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রজেক্ট ‘জেনারেশন ডি’ অনুষ্ঠিত হলো। জেসিআই ঢাকা ইউনাইটেড, জি ডি জি ক্লাউড বাংলা এবং ই এম কে সেন্টারের যৌথ উদ্যোগে গত ২৩ জুলাই অনলাইন প্ল্যাটফর্ম জুম-এ এ উদ্যোগের প্রথম ভাগ সম্পন্ন হয়। প্রায় ১০০-র মতো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
প্রজেক্টের প্রথম ভাগে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেসিআই ঢাকা ইউনাইটেড-এর লোকাল প্রেসিডেন্ট তাসনীম হক জানিয়েছেন, আমাদের লক্ষ্য হলো এ ট্রেনিংয়ের মাধ্যমে আরও ট্রেইনার তৈরি করা, যারা নিজেদের স্কুল ও কমিউনিটির অন্যদের একই বিষয়ে শিক্ষা প্রদান করতে সক্ষম হবে। আগস্ট মাসে অনুষ্ঠিত হবে প্রজেক্টের দ্বিতীয় ভাগ। এর লক্ষ্য হলো শিশুদের বেসিক লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা। এই কোর্স সম্পন্নকারী শিশুদের সার্টিফিকেটের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।