সম্প্রতি শিশুদের প্রতি যৌন নির্যাতন ও সহিংসতার মাত্রা বেড়ে গেছে। এ ধরনের নির্যাতন বন্ধে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার প্রতিফলন বাজেটে দেখতে চায় শিশুরা। জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত বলেও সুপারিশ করেছে তারা।
বৃহস্পতিবার সচিবালয়ে শিশুদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। সেখানে শিশুরা এ সুপারিশ করে। জাতীয় বাজেট ২০১৯-২০ নিয়ে সারা দেশের শিশুরা মতামত জানিয়েছে। সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সারা দেশের ৩৬২৬ জন শিশুর বাজেট ভাবনা ও চাহিদাগুলো সংগ্রহ করেছে।
আলোচনায় শিশুরা দেশের সব হাসপাতালে শিশু ওয়ার্ড স্থাপন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা বলে। এ সময় তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচির দাবি জানায়। শিশুদের জন্য ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যালয়ে তারা যাতে শারীরিক ও মানসিক শাস্তির সম্মুখীন না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের বাস্তবায়ন চায় তারা। শিশু বাজেট প্রণয়নে শিশু অংশগ্রহণ আরও জোরালো করে, বাজেট বাস্তবায়নেও তাদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবি জানায় তারা।
সারাদেশ থেকে শিশুদের প্রতিনিধিত্বকারী ২৬ শিশু ওই আলোচনায় অংশ নেয়। সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রুবীনা আমীন, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, উপ-সচিব খুরশীদ আলম, সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের পরিচালক আবদুল্লা আল মামুন, সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক (গভর্নেন্স ও পাবলিক ফাইন্যান্স) আশিক ইকবাল প্রমুখ।
সভায় শিশুদের এসব দাবি ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রণয়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি