খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছে। আগের নির্ধারিত দাম ছিল ১৬৮ টাকা। আমদানি, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।
আজ রোববার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
বাণিজ্যসচিব জানান, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৩৫ টাকা কমবে এবং পাঁচ লিটারের বোতলের দাম দাঁড়াবে ৭৬০ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৪৩ টাকা থেকে ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে এই মূল্য কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন লাগতে পারে বলে জানান বাণিজ্যসচিব।
বাণিজ্যসচিব বলেন, পাম তেলের দাম এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে আরও কিছু তথ্য ও হিসাব–নিকাশ আছে। ২২ মার্চ মালিকদের সঙ্গে আরেক বৈঠক আছে, সেখানেই তা নির্ধারিত হবে।