ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ চলছে। প্রতিবাদ করেছেন রাশিয়ার সাধারণ অনেক নাগরিকও। যুদ্ধের বিরুদ্ধে কথা বলে এবার সেই তালিকায় যোগ দিয়েছেন রাশিয়ার শীর্ষ দুই ধনকুবের। খবর দ্য গার্ডিয়ানের।
পুতিনের সিদ্ধান্তের বিরোধিতা করা এই দুই ব্যবসায়ী হলেন ওলেগ ডেরিপাস্কা ও মিখাইল ফ্রিডম্যান। রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তাঁরাই প্রথম ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রার আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেন।
ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি ফ্রিডম্যান বেসরকারি ইক্যুইটি ফার্ম লেটারওনের মালিক। এ ছাড়া রাশিয়ার বৃহত্তম বেসরকারি ব্যাংক আলফা ব্যাংকের প্রতিষ্ঠাতাও তিনি। ফোর্বসের তালিকায় ২০২১ সালে বিশ্বের ১২৮তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছিলেন তিনি। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি ‘রক্তপাত’ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ কখনোই উত্তর হতে পারে না।
অন্যদিকে রাশিয়ার আরেক ধনকুবের ওলেগ ডেরিপাস্কা রাশিয়াকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে ডেরিপাস্কা বলেন, যুদ্ধ নয়, শান্তি গুরুত্বপূর্ণ।
ডেরিপাস্কা রাশিয়ার অ্যালুমিনিয়াম খাতের বৃহৎ প্রতিষ্ঠান রুসালের প্রতিষ্ঠাতা। পুতিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্রের জন্য ২০১৮ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছেন তিনি। এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করার জন্য সম্প্রতি তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান জানান, তিনি সাধারণত রাজনৈতিক বিবৃতি দেন না। কিন্তু বর্তমানে তাঁকে কথা বলতে হচ্ছে। পশ্চিম ইউক্রেনের শহর লুভিউতে শৈশব কাটানো ফ্রিডম্যান বলেন, ‘আমার মা-বাবা এখনো ইউক্রেনে থাকেন। তবে আমি রাশিয়ার নাগরিক হিসেবে জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছি। রাশিয়ায় ব্যবসা তৈরি ও প্রসার করেছি। আমি ইউক্রেনীয় ও রুশ জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাই বর্তমান সংঘাতকে দুই দেশের জনগণের জন্য দুঃখজনক ঘটনা হিসেবে দেখছি।’
ফ্রিডম্যান আরও বলেন, ‘ব্যবসায়ী হিসেবে রাশিয়া ও ইউক্রেনে আমার হাজার হাজার কর্মচারীর প্রতি দায়িত্ব আছে। তবে আমি নিশ্চিত, যুদ্ধ কখনোই উত্তর হতে পারে না। এই সংকটে দুই জাতিরই ক্ষতি হবে, যারা কয়েক শ বছর ধরে ভাইয়ের মতো বসবাস করেছে। এখন আমি শুধু তাদের সঙ্গে কণ্ঠ মেলাতে পারি, যারা এই যুদ্ধের অবসান চায়।’
সম্প্রতি ফ্রিডম্যান ও ডেরিপাস্কা বেশ কিছু বিশিষ্ট রাশিয়ান নাগরিককে নিয়ে প্ল্যাটফর্ম গঠন করেছেন। তাঁদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও টেলিভিশন উপস্থাপক। তাঁরা প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক অভিজাত রুশ নাগরিক এখনো নীরব।