দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান সিটি গ্রুপ গত বছর বাজারে এনেছে সম্পূর্ণ নিজস্ব বাগানের উৎকৃষ্ট মানের পাতা থেকে তৈরি বেঙ্গল ক্ল্যাসিক টি। দারুণ স্বাদ ও গুণগত মানের কারণে অল্প সময়েই দেশজুড়ে বেঙ্গল ক্ল্যাসিক টি পেয়েছে জনপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় সিটি গ্রুপ এবার বাজারে নিয়ে এল বেঙ্গল ক্ল্যাসিক টি ব্যাগ।
চট্টগ্রামের বাঁশখালীতে ব্র্যাক বাঁশখালী, সিলেটের কুলাউড়ার নিউ সাগুর্নাল ও শ্রীমঙ্গলের নাহার টি এস্টেটের নিজস্ব চা-বাগানে উৎপাদিত হয় বেঙ্গলের চা-পাতা।
ডাবল চেম্বার এই টি ব্যাগের প্রতিটি প্যাকে থাকছে ৫০টি সিঙ্গেল টি ব্যাগ। বর্তমানে দেশের সর্বত্র বেঙ্গল ক্ল্যাসিক টি পাওয়া যাচ্ছে টি ব্যাগে।
যুগ যুগ ধরে তীরের ভোজ্যতেল, চিনি, আটা, ময়দা, সুজি, জীবন পিওর ড্রিংকিং ওয়াটার—এমন জনপ্রিয় সব ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের কোটি মানুষের একটি আস্থার নাম সিটি গ্রুপ। সেই তালিকায় এবার যুক্ত হলো বেঙ্গল ক্ল্যাসিক টি ব্যাগ।
চা-প্রিয় বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে সিটি গ্রুপের নতুন এই সংযোজন সবাই সাদরে গ্রহণ করবে—এমনটিই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।