করোনায় আক্রান্ত হয়ে সদ্য হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে বিচ্ছিন্ন (আইসোলেশন) জীবন যাপন করছেন। আর সেই বিচ্ছিন্ন জীবনযাপনে থাকা অবস্থায় কর্মস্থল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।
গতকাল মঙ্গলবার তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন। কী এমন হলো যে ব্যাংকটির এমডিকে বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় পদত্যাগের সিদ্ধান্ত নিতে হলো?
এ বিষয়ে জানতে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, রাহেল আহমেদকে দ্বিতীয় দফায় ব্যাংকের এমডি করা হবে না বলে পর্ষদ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ অবস্থায় আগামী রোববার এমডি হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্তির কয়েক দিন আগে তিনি পদ ছাড়েন।
রাহেল আহমেদকে দ্বিতীয় দফায় ব্যাংকের এমডি করা হবে না বলে পর্ষদ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ অবস্থায় আগামী রোববার এমডি হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ পূর্তির কয়েক দিন আগে তিনি পদ ছাড়েন।
প্রাইম ব্যাংক এখন নতুন এমডি খুঁজছে। তবে আপাতত কাজ চালিয়ে যেতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফয়সাল রহমানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে রাহেল আহমেদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমি আর্থিক খাতের নতুন একটি প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। শিগগিরই তা জানতে পারবেন। অসুস্থ না হলে হয়তো আরও আগেই পদত্যাগ করতাম।’
তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয় নিয়ে তাঁর ওপর পরিচালনা পর্ষদের একটি অংশ ক্ষুব্ধ ছিল। এ ছাড়া পুরোনো কর্মীদের অনেককে তিনি পদত্যাগে বাধ্য করায় কিছুটা ভাবমূর্তিও ক্ষুণ্ন হয় ব্যাংকটির। এ কারণে তাঁর মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
‘আমি আর্থিক খাতের নতুন একটি প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। শিগগিরই তা জানতে পারবেন। অসুস্থ না হলে হয়তো আরও আগেই পদত্যাগ করতাম।’রাহেল আহমেদ
রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। সেই হিসাবে ১৩ ডিসেম্বর ছিল তাঁর প্রথম মেয়াদের শেষ কার্যদিবস।
আন্তর্জাতিক ও হোলসেল ব্যাংকিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার রাহেল আহমেদ এক দশকের বেশি সময় বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ে সাত বছর বৃহত্তম রিজিওনাল ব্যাংক এমিরেটস এনবিডি ব্যাংকিং গ্রুপ ও ফার্স্ট গালফ ব্যাংকের ইসলামি ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন।
এরপর প্রাইম ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দেন। প্রায় তিন বছর তিনি প্রাইম ব্যাংকের বিজনেস মডেল পুনর্গঠন ও সেন্ট্রালাইজেশনে মুখ্য ভূমিকা পালন করেন। এরপর এমডি পদে নিয়োগ পান।