চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বেড়েছে। মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেলা সচিব আবদুর রউফ জানান, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচন। ওই দিন মেলা বন্ধ থাকবে। এ কারণে মেলার সময় বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ইপিবি, সোমবার মন্ত্রণালয় তা অনুমোদন করেছে। জানা গেছে, ব্যবসায়ীরা ৩১ জানুয়ারি মেলা খোলা রাখার দাবি জানালেও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি থেকে এবারের বাণিজ্য মেলা শুরু হয়।