ঢাকায় ব্যাচেলরদের থাকার জন্য বাড্ডা এলাকায় সুপার হোস্টেল বিডির নতুন শাখা উদ্বোধন করেছে নিউওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাতে শাখাটির উদ্বোধন করা হয়। এটি তাদের সপ্তম শাখা।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোস্টেলে এসি, খাবার, জিম, ইন্টারনেটসহ বিভিন্ন সুবিধা থাকবে। ছাত্রছাত্রী ও চাকরিজীবীদের জন্য ৬ হাজার ৯৯৯ টাকায় এখানে থাকার সুবিধা থাকবে।
প্রতিষ্ঠানটির ডেপুটি ব্যবস্থাপক রাসেল কবির বলেন, ছাত্রাবাসগুলোতে বেশি ভাড়ার কারণে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছাত্র বা চাকরিপ্রত্যাশীদের সমস্যা থাকে। নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কথা ভেবে বাড্ডা এলাকায় নতুন শাখা খোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নেলসন ঝাং, প্রধান নির্বাহী কর্মকর্তা জিমি ঝাং প্রমুখ।