বিশ্বব্যাপী করোনাভাইরাসকে লক্ষ্য করে অনলাইন কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল, ফেসবুক চ্যাটবট ও একটি স্বতন্ত্র ওয়েবপেজ চালু করেছে প্রাভা হেলথ।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের এসব পরিষেবা কোভিড-১৯ বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য পেতে রোগীদের সহায়তা করবে ।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেলফ-অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে গ্রাহকেরা তাঁদের শারীরিক অসুস্থতার লক্ষণ, স্বাস্থ্যের বর্তমান অবস্থা এবং কোভিড-১৯-এর যেকোনো সম্ভাব্য উপসর্গ সম্পর্কিত কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারবেন। এর পরে প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক নির্দেশনা সরবরাহ করবে, যেমন কীভাবে সামাজিক দূরত্বের সময় নিজেকে রক্ষা করবেন, নিজেকে সেলফ-আইসোলেট করবেন কি না, কোভিড-১৯-এর সম্ভাব্য বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেবেন এবং কোভিড-১৯ পরীক্ষা করবেন কি না।
প্রাভা হেলথের সিনিয়র ফ্যামিলি ডাক্তার পারোমিতা করিম বলেন, ‘চিকিৎসক হিসেবে আমরা লক্ষ করেছি যে, কোভিড-১৯ সম্পর্কে মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি এবং ভীতি রয়েছে। প্রাভার সেলফ-অ্যাসেসমেন্ট টুল উদ্বেগ কমাতে এবং আমাদের রোগীরা যেসব বিভ্রান্তির মুখোমুখি হচ্ছে, তা স্পষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। এই টুলটি রোগীদের দেওয়া উত্তরের ওপর ভিত্তি করে প্রত্যেককে তথ্য সরবরাহের পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে এবং নিজের যত্ন নিতে তাঁদের কী কী করতে হবে, সে সম্পর্কে সহজ ব্যাখ্যা দেবে।’
প্রাভার গ্রাহক ও জনসাধারণ এই সেলফ-অ্যাসেসমেন্ট টুল এবং ফেসবুক চ্যাটবট খুঁজে পেতে পারে প্রাভার অফিশিয়াল ওয়েবসাইটে। কোভিড-১৯ কে কেন্দ্র করে প্রাভার বিভিন্ন পরিষেবা, সচরাচর জিজ্ঞাস্যসহ লাইভ চ্যাটের মাধ্যমে রোগীদের সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলার সুবিধা দেবে। সংশ্লিষ্ট ওয়েব লিংকগুলো হলো— https://praavahealth.com; https://praavahealth.com/covid-19; https://www.messenger.com/t/praavahealth ও https://covidscreening.praavahealth.com/