প্রযুক্তি বিজ্ঞাপনকে পৌঁছে দিচ্ছে বেশি মানুষের কাছে

প্রথম আলো ডিজিটাল আয়োজিত ‘ডিপ ইনটু ডিজিটাল’ শীর্ষক আলোচনা সভা । সভায় বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জুলাই। ছবি: আবদুস সালাম
প্রথম আলো ডিজিটাল আয়োজিত ‘ডিপ ইনটু ডিজিটাল’ শীর্ষক আলোচনা সভা । সভায় বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জুলাই। ছবি: আবদুস সালাম

প্রযুক্তির এই যুগে বিজ্ঞাপনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বিজ্ঞাপন প্রচার মাধ্যম ও সংস্থাগুলোকে সহযোগী হয়ে চলতে হবে।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলোর ডিজিটাল বিজনেসের আয়োজনে ‘ডিপ ইনটু ডিজিটাল’ নামে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলা হয়।

দেশের ৩২টি বিজ্ঞাপনী সংস্থার ৪৪ জন উদ্যোক্তা ও কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘ডিপ ইনটু ডিজিটাল’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক (অনলাইন) সেলিম খান। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জুলাই। ছবি: প্রথম আলো
‘ডিপ ইনটু ডিজিটাল’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক (অনলাইন) সেলিম খান। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জুলাই। ছবি: প্রথম আলো

প্রথম আলোর নির্বাহী সম্পাদক (অনলাইন) সেলিম খান বলেন, বিজ্ঞাপন প্রচারের ধরনে পরিবর্তন হচ্ছে। প্রযুক্তির কারণে ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন এখন সবার কাছেই পৌঁছে যাচ্ছে। বিজ্ঞাপনের এই যুগে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই নতুন নতুন ব্যবস্থার সঙ্গে সবাইকে খাপ খাইয়ে নিতে হবে। প্রথম আলো ও বিজ্ঞাপনী সংস্থাগুলো একে অন্যকে এ ক্ষেত্রে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন দেওয়ার ধরন ও বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তারা প্রশ্ন করেন এবং এ ধরনের আয়োজনের জন্য প্রথম আলোকে তারা ধন্যবাদ জানান।

প্রথম আলোর ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান পিয়াস বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযুক্তির নানান মাধ্যম এর খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের প্রধান রশিদুর রহমান সবুর ও প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

‘ডিপ ইনটু ডিজিটাল’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন প্রথম আলো ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জুলাই। ছবি: প্রথম আলো