টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এক দিনে আমদানি হয়েছে ১ হাজার ৮১৬ টন পেঁয়াজ। এ নিয়ে ভারত থেকে রপ্তানি বন্ধের পর স্থলবন্দরটি দিয়ে ২৮ হাজার ৮৬৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
ভারত রপ্তানি বন্ধের পর শুরুতে দিনে ৬০০ টন করে পেঁয়াজ আমদানি হতো। ধীরে ধীরে বেড়ে এখন তা দিনে দেড় হাজার টন ছাড়িয়ে গেছে। সরবরাহ বাড়ায় বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল মিয়ানমারের পেঁয়াজ কেজিপ্রতি ১০৫ টাকায় বিক্রি হয়। আগে কেজিপ্রতি সর্বোচ্চ ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
গতকালও বন্দরে খালাসের অপেক্ষায় ১৫টি পেঁয়াজবোঝাই ট্রলার নোঙর করে ছিল জেটিতে।
স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, পেঁয়াজ খালাসের জন্য অতিরিক্ত শ্রমিক কাজ করছেন। শ্রমিকেরা যেখানে খাবার খেত সেখানে দোকানপাট উচ্ছেদ করায় কিছুক্ষণ খালাস বন্ধ ছিল। শ্রমিকেরা দুপুরের খাবারের পর কাজ শুরু হয়েছে।