পাঁচ দিনের ব্যবধানে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বহরে এসেছে নতুন একটি উড়োজাহাজ। আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৩।
আজ নতুন উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ। ১৭ জানুয়ারি একই মডেলের আরেকটি এটিআর উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে যোগ হয়েছিল।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ফ্রান্স থেকে মিসর ও ওমান হয়ে নতুন উড়োজাহাজটি দেশে আসে। নতুন এটিআর উড়োজাহাজে ৭২টি আসন রয়েছে। এটি দিয়ে অভ্যন্তরীণ রুটে আরও বেশি ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলার ১৩টি উড়োজাহাজের মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ ও ছয়টি এটিআর ৭২-৬০০। আগামী জুন মাসের মধ্যে আরও চারটি নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে আসছে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা।