মো. সাহাদাৎ হোসেন পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি মো. সাহাদাৎ হোসেনকে পদ্মা ব্যাংক লিমিটেডে যোগ দিয়েছেন বলে ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদ্মা ব্যাংকে যোগদানের আগে মো. সাহাদাৎ হোসেন প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আইটি সার্ভিস অ্যান্ড সাপোর্ট ও বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মো. সাহাদাৎ হোসেনের।
মো. সাহাদাৎ হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম সম্পন্ন করেন।