মোবাইল অপারেটর বাংলালিংকে নিরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরীক্ষক নিয়োগের জন্য আজ সোমবার সংস্থাটি আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) প্রকাশ করেছে। একই সঙ্গে নিরীক্ষার শর্তাবলি বা টার্মস অব রেফারেন্সও প্রকাশ করা হয়।
এর আগে বাংলালিংকে নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তা সফল হয়নি। অন্যদিকে একই ধরনের নিরীক্ষা করে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা ও রবি আজিয়াটার কাছে ৮৬৭ কোটি টাকা পাওনা দাবি করছে বিটিআরসি। যা আদালতে গড়িয়েছে।
গ্রামীণফোনের ওপর নিরীক্ষা করা হয় ১৯৯৭ সাল থেকে ২০১১ পর্যন্ত। আর রবির ওপর নিরীক্ষা করা হয় ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত। বিটিআরসি বলছে, রাজস্ব ভাগাভাগি, করসহ বিভিন্ন খাতে এ টাকা ফাঁকি দিয়েছে অপারেটর দুটি। বাংলালিংকের ওপরও একই সময়কালের জন্য নিরীক্ষা করার কথা।
বিটিআরসি আগ্রহী দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলেছে। সংস্থাটি বলছে, প্রচলিত আইন ও বিধি মেনে বিটিআরসি নিজস্ব ব্যয়ে এ নিরীক্ষা পরিচালনা করবে।
বিটিআরসির গত নভেম্বরের হিসাবে ৩ কোটি ৫১ লাখ গ্রাহক নিয়ে বাংলালিংক দেশের তৃতীয় বড় অপারেটর।