বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া আবু ফরাহ মো. নাছের ডেপুটি গভর্নর (ডিজি) হতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে তাঁকে ডিজি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাঁকে ডিজি হিসেবে মন্ত্রণালয় বেছে নিতে যাচ্ছে বলে জানা গেছে। চলতি সপ্তাহেই তাঁর নিয়োগের প্রজ্ঞাপন হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
সাধারণত বাংলাদেশ ব্যাংকের ডিজি নিয়োগ দিতে সার্চ কমিটি গঠন ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর তিনজনের নামের তালিকা পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এসব প্রক্রিয়া অনুসরণ না করেই এবার শুধু আবু ফরাহ মো. নাছেরের নাম সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গভর্নর ফজলে কবিরের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন ফরাহ নাছের।
ফরাহ নাছের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে গত মাসে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তাঁর আগে বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়া ১০ জনের বেশি নির্বাহী পরিচালক এখনো চাকরিতে বহাল আছেন। তবে ফরাহ নাছের বেশি বয়সে বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার কারণে তাঁর চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গভর্নর ফজলে কবিরের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন ফরাহ নাছের। এ কারণে তাঁকে ডিজি হিসেবে বেছে নেওয়া হচ্ছে। তবে শুরুতে তাঁর নিয়োগের মেয়াদ হতে পারে এক বছর। কাজের মূল্যায়ন সাপেক্ষে পরে এ মেয়াদ বাড়তে পারে।