ই-কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জ

টাকা পাচ্ছেন ৬,১৭৩ গ্রাহক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের একাংশকেও পাওনা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ যাত্রায় ৬ হাজার ১৭৩ জন গ্রাহক ৪ কোটি ৩০ লাখ টাকা ফেরত পাবেন।

ই-অরেঞ্জের পরিশোধ সেবা প্রদানকারী (পেমেন্ট গেটওয়ে) প্রতিষ্ঠান এসএসএল কমার্জ সম্প্রতি ই-অরেঞ্জের পাওনাদার গ্রাহকদের একটি তালিকা পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়ে। ২০২১ সালের ১৭ আগস্ট ই–অরেঞ্জের মূল মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান গ্রেপ্তার হন। পরে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আমানউল্লাহ চৌধুরী। তাঁরা এখনো হাজতে।

এসএসএল কমার্জের হিসাব বিভাগের কর্মকর্তা নুসরাত শারমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি কোম্পানির এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগে ই-মেইল বার্তা পাঠানোর পরামর্শ দেন। ওই বিভাগে ই-মেইল করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

জানা গেছে, ই-অরেঞ্জে সিওও হিসেবে যোগ দিয়ে এক মাস কাজ করতে পেরেছিলেন আমানউল্লাহ চৌধুরী। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২০২১ সালের ১২ আগস্ট সাবেক সিওও নাজমুল আলম রাসেল, তাঁর স্ত্রী ফারিয়া সুবহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। অভিযোগে বলেন, দায়িত্ব নিয়ে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে তিনি ৬৬৩ কোটি টাকার অসংগতি খুঁজে পেয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, এসএসএল কমার্জে ই-অরেঞ্জের গ্রাহকদের আটকা আছে মোট ৩৪ কোটি ৬৭ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, তালিকাটা যাচাই করা হচ্ছে। দেওয়ার আগে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগ থেকে অনাপত্তি নেওয়া হবে।