চীনে গাড়ির ব্যবসায় মালিকানা বাড়াচ্ছে বিএমডব্লিউ

বিএমডব্লিউ গাড়ি
সংগৃহীত

চীনের গাড়ির বাজারে নিজেদের শেয়ারের হিস্যা বাড়াতে চলেছে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ। তারা চীনা অংশীদারদের কাছ থেকে প্রায় ৪২০ কোটি ডলারে ২৫ শতাংশ শেয়ার কিনে নেবে। এর ফলে চীনের বাজারে বিএমডব্লিউর শেয়ারের মোট ৭৫ শতাংশই চলে আসবে জার্মান কোম্পানিটির হাতে। বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে বিএমডব্লিউর চীনা অংশীদার ব্রিলিয়ান্স চায়না অটোমোটিভ হোল্ডিংস লিমিটেডের কাছে। খবর রয়টার্সের।

১৯১৬ সালে যাত্রা শুরু করা বিএমডব্লিউ বর্তমানে বিলাসবহুল গাড়ির পাশাপাশি স্পোর্টস, ইলেকট্রিক ও হাইব্রিড ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে। এর মধ্যে ৮টি সিরিজ ছাড়াও জেড, এক্স ও আই সিরিজের বহু মডেলের গাড়ি রয়েছে বিএমডব্লিউর।

চীনা সরকার সাধারণত দেশে বিদেশি কোম্পানিগুলোকে তাদের ব্যবসায়ের মালিকানা নিয়ন্ত্রণ তথা সংখ্যাগরিষ্ঠ শেয়ার হাতে রাখার অনুমতি দেয় না। তবে ২০১৮ সালে গাড়িশিল্প খাতে অংশীদারত্বমূলক মালিকানার নিয়ম পর্যায়ক্রমে শিথিল করার ঘোষণা দেয় দেশটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন বাণিজ্য উত্তেজনা দেখা দেওয়ার পরিস্থিতিতে চীন এ ঘোষণা দেয়।

চীন তখন বলেছিল, বিদেশি গাড়ি প্রস্তুতকারকদের সঙ্গে যৌথ উদ্যোগের ক্ষেত্রে আগের কঠোর মালিকানাসংক্রান্ত বিধিগুলো ২০২২ সালের মধ্যে প্রত্যাহার করা হবে। ওই সময়েই বিএমডব্লিউ অংশীদারদের কাছ থেকে ২৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। কোম্পানিটি বলছে, বেইজিং থেকে প্রয়োজনীয় লাইসেন্স পাওয়ার পর শিগগিরই তারা চীনা অংশীদারদের ২৫ শতাংশ শেয়ার কিনে নেবে।

রয়টার্স জানিয়েছে, চীনের ঘোষণা অনুসারে ২০১৮ সালের মধ্যে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি, ২০২০ সালে বাণিজ্যিক গাড়ি ও ২০২২ সালের মধ্যে বিলাসবহুল গাড়ির বাজারের জন্য বিদেশি মালিকানার নিয়মগুলো শিথিল হবে। তাই বিলাসবহুল বৃহৎ গাড়ি প্রস্তুতকারক হিসেবে বিএমডব্লিউকে ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।

বিএমডব্লিউর পাশাপাশি জার্মানিরই বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন ইতিমধ্যেই চীনে যৌথ উদ্যোগের বেশির ভাগ শেয়ার কিনে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সেই দেশের আরেক বহুজাতিক কোম্পানি মার্সিডিজ বেঞ্জও ৪৯ শতাংশ শেয়ার নিয়ে এখন একই প্রচেষ্টায় আছে। এসব প্রতিষ্ঠানের সিংহভাগ অংশীদারত্ব নেওয়াকে চীনের বাজারে পশ্চিমা গাড়ি নির্মাতাদের আধিপত্য বৃদ্ধির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বিএমডব্লিউর মোট গাড়ি বিক্রির ৪০ শতাংশই হয় চীনে। প্রতিষ্ঠানটি জানায়, গত বছর তারা চীনা গ্রাহকদের কাছে প্রায় সাড়ে ৮ লাখ গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা এর আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। চলতি বছরে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিএমডব্লিউর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নিকোলাস পিটার। তিনি বলেন, এ বছর আরও প্রবৃদ্ধি হবে। পাশাপাশি শেয়ার কেনার মাধ্যমে বিশ্বের আরও তিনটি প্রধান অঞ্চলে বিএমডব্লিউর সুষম উন্নয়নের পথও প্রশস্ত হবে।