গণমাধ্যমের সংকট নিরসনে কাজ করবে এফবিসিসিআই

দেশে গণমাধ্যমের সংকট নিরসনে কাজ করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নানা ধরনের সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে নিউজপ্রিন্টসহ অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি সংবাদপত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই খাতের সমস্যা চিহ্নিত করে তার সমাধান ও সম্ভাবনাগুলো কাজে লাগানোর সুপারিশ তৈরির জন্য তিনি এফবিসিসিআইয়ের প্রেস, মিডিয়া ও কালচারাল অ্যাফেয়ার্স–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান।

মোস্তফা আজাদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের প্রেস, মিডিয়া ও কালচারাল অ্যাফেয়ার্স–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এইচ আর দেলোয়ার হোসেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, দেশের অগ্রগতি অব্যাহত রাখতে গণমাধ্যমের উন্নয়নও জরুরি। তাই গণমাধ্যমের সংকট নিরসনে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের নীতি–সহায়তা দেওয়া হবে।

বৈঠকে আরও বক্তব্য দেন স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মুনীর আহমেদ খান, মো. জাহাঙ্গীর আলম, সদস্য মাসুদ এ খান, মো. এমারত হোসেন সোহাগ, শেখ মঈনুদ্দীন রেজা আলী চৌধুরী প্রমুখ।