রূপচাঁদা সুপার শেফ

খুলনায় দুজন বিজয়ী

খুলনায় ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’–এর প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। অসংখ্য প্রতিযোগীর আনন্দঘন উপস্থিতিতে মুখর ছিল প্রতিযোগিতা প্রাঙ্গণ। ‘সুপার শেফ’ খেতাবের যোগ্য উত্তরসূরি হওয়ার পরীক্ষায় প্রতিযোগীরা বিভিন্ন ধাপে নিজেদের প্রমাণ করেছেন।

খুলনার আয়োজনের মধ্য থেকে দুজন ‘সুপার শেফ অ্যাপ্রোন’ বিজয়ীকে খুঁজে পাওয়া গেছে। তাঁরা মূল পর্বের লড়াইয়ের জন্য প্রস্তুত।

বাংলাদেশের নারী-পুরুষ, যাঁরাই ভালো রান্না করতে পারেন এবং আত্মবিশ্বাসী, তাঁরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। স্বাদের লড়াইয়ে রান্নার মাধুর্যে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিয়ে নির্বাচিত ব্যক্তিরা জিতে নেবেন ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’ খেতাব আর পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ টাকা।

বাংলাদেশের ঘরে ঘরে আছেন অনেক রন্ধনশিল্পী। তাঁদের সম্মানিত করতে বাংলাদেশ এডিবল অয়েল-আদানি উইলমার আয়োজন করছে ‘রূপচাঁদা সুপার শেফ’। দেশের ছয়টি স্থান এ প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

চলুন দেখে নিই খুলনা অডিশন রাউন্ডের অংশবিশেষ।