শখের দাম লাখ টাকা। তবে ধনকুবেরেরা যখন শখ করেন, তখন তার ব্যয় কোটি ডলারও ছাড়িয়ে যায়। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের শখ দ্রুততম গাড়ির। সেই সঙ্গে আছে দুর্লভ বই সংগ্রহের শখও। অন্যদিকে শখ করে তো টেক্সাসের এক জাদুঘরই কিনে নিয়েছেন জেফ বেজোস। আবার ওয়ারেন বাফেটের মতো ধনশালী এখনো শখ করে বাস করেন ওমাহার ছোট্ট পুরোনো এক বাড়িতে।
তবে শখ পূরণ যে সব সময় নিখাদ শখের বশেই করেন ধনীরা, এমনটা নয়। শখের সঙ্গে ব্যবসায়িকভাবে লাভ–লোকসানের বিষয়টিও মাথায় রাখেন তাঁরা। এ রকম ধনীদের মধ্যে কারও কারও রয়েছে ক্রীড়া দল কেনার শখ। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েও খেলাধুলার প্রতি তাঁদের ভালোবাসাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আস্ত দলই কিনে ফেলেন। কারণ, পেশাদার ক্রীড়া হলো বিশ্বের অন্যতম লাভজনক ব্যবসা।
মার্কিন সাময়িকী ফোর্বস–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্রীড়া দলের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ধনী মালিক হলেন মুকেশ আম্বানি। ক্রিকেটে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুকেশ আম্বানি। আর প্রিমিয়ার লিগে অসাধারণ খেলে এ দল সব সময় মুকেশ আম্বানিকে লাভের মুখই দেখিয়ে যাচ্ছে। ইকোনমিক টাইমস–এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে এই দলের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ১০ কোটি মার্কিন ডলারে। প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫০ কোটি টাকা।
ফোর্বস–এর তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া দলের মালিক, এমন ২০ জন ধনীর নিট সম্পদের পরিমাণ ৪২ হাজার ৬০০ কোটি ডলার। গত বছর যা ছিল ২৬ হাজার ৬০০ কোটি ডলার। অর্থাৎ এক বছরে বেড়েছে প্রায় ৬০ শতাংশ। আর এই তালিকার শীর্ষ পাঁচজনের সম্পদের পরিমাণ হলো ২৭ হাজার ৪৩০ কোটি টাকা।
এক বছর ধরেই ভারতের শীর্ষ ধনীর আসনে বহাল আছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত ১২ মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৮৫ শতাংশের বেশি বেড়েছে, যা আম্বানির মোট সম্পদকে নিয়ে গেছে ৮ হাজার ৪৫০ কোটি ডলারে। মুকেশ আম্বানি ফোর্বস–এর তালিকায় এখন বিশ্বের ১২তম ও ভারতের শীর্ষ ধনী। এ ছাড়া ক্রীড়া দল আছে, এমন ধনীর তালিকায় এক নম্বর সম্পদশালী তিনি।
এই তালিকার ২ নম্বরে রয়েছেন বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস ক্লিপারসের মালিক মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা যুক্তরাষ্ট্রের স্টিভ বলমার। তাঁর সম্পদের পরিমাণ ৬ হাজার ৮৭০ কোটি ডলার। স্টিভ বলমার ১৯৫৬ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। তিনি একজন সফল ব্যবসায়ী। স্টিভ বলমার এলএ ক্লিপারসের চেয়ারম্যান, ইউএসএ ফ্যাক্টসের প্রতিষ্ঠাতা এবং বলমার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। স্টিভ বলমার ১৯৮০ সালের ১১ জুন মাইক্রোসফটের ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছিলেন। মাইক্রোসফটে তিনি ছিলেন বিল গেটসের নিয়োগকৃত ৩০তম কর্মী। ২০০০ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা হন বলমার। এ দায়িত্বে ছিলেন ২০১৪ সাল পর্যন্ত। ফোর্বস–এর রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকায় তাঁর অবস্থান ১৪ নম্বরে।
ক্রীড়া দলের মালিকানা আছে, এমন শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে আছেন ড্যানিয়েল গিলবার্ট। মার্কিন মর্টগেজ কোম্পানি কুইকেন লোনসের প্রতিষ্ঠাতা ড্যানিয়েলের সম্পদের পরিমাণ ৫ হাজার ১৯০ কোটি ডলার। বাস্কেটবল দল ক্লিভল্যান্ড ক্লাভালিয়ার্সের মালিক তিনি। ফোর্বস–এর রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকায় তাঁর অবস্থান ২৩ নম্বরে।
তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ফরাসি লিগের অন্যতম দল রেনেঁর মালিক ফ্রাঙ্কো পিনাল্ট অ্যান্ড ফ্যামিলি। গুচি, আলেক্সান্দ্রা ম্যাককুইন, ইভ সাঁ লোহ, ব্যালেনসিয়াগাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের মালিক এই পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৪ হাজার ২৩০ কোটি ডলার। রেড বুল রেসিং ও সকার ক্লাব নিউইয়র্ক রেড বুলসের মালিক বিলিওনিয়ার দিয়েত্রিচ মাতেসচিৎজ রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ৬৯০ কোটি ডলার।