চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি শুরু করেছেন আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সঙ্গে জড়িত আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্টদের লাইসেন্স বাতিলের জন্য সম্প্রতি রাজস্ব বোর্ডের কাছে কাস্টমস কমিশনার ফখরুল আলম সুপারিশ করেন। এর প্রতিবাদেই এই কর্মসূচি শুরু করেছেন তাঁরা।
কর্মসূচির কারণে আমদানি রপ্তানি পণ্য শুল্কায়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন না সিঅ্যান্ডএফ এজেন্টরা।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম প্রথম আলোকে বলেন, লাইসেন্স বাতিলের প্রস্তাব প্রত্যাহারের পাশাপাশি কাস্টমস কর্মকর্তাদের অনিয়ম-হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি শুরু করেছেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।