তরুণ আইটি উদ্যোক্তাদের জন্য হাব হচ্ছে গাজীপুরে

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ইনোভেশন হাব।
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ইনোভেশন হাব।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ইনোভেশন হাব। যেখানে আইটি খাতের তরুণ উদ্যোক্তারা ভাগাভাগির কার্যালয় বা অফিসের জায়গা পাবেন। একই সঙ্গে এসব তরুণকে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হবে। ইথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) কালিয়াকৈর হাইটেক সিটিতে ১ দশমিক ৭ একর জমির ওপর ইএটিএল ইনোভেশন হাবটি (ইআইএইচএল) গড়ে তুলছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার সকালে এ ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ মানবসম্পদ ও পানিসম্পদে ধনী। এই দুই সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারি, তবে আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।’

অনুষ্ঠানে ইআইএইচএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘এই হাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বৃদ্ধিমত্তা), বিগ ডেটা, কোয়ালিটি অ্যাশিওরেন্স এবং অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটি-এই চারটি ল্যাব প্রতিষ্ঠা করব।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার সকালে এ ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এখানে চীনা বিশেষজ্ঞরা আসবেন। তাঁরা আমাদের তরুণদের প্রশিক্ষণ দেবেন, যাতে আমরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে চতুর্থ শিল্পবিপ্লবে অংশ নিতে পারি।’

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ এ কে এম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইআইএইচএলের চেয়ারম্যান আবদুল করিম প্রমুখ।